ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:০৫, ১০ নভেম্বর ২০২৫
পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কলেজের সামনের ফাঁকা এলাকায় হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি চালানোর পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

ঢাকা/এমআর/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়