ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:২১, ১৩ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার ঘোষণার জন্য দিন ধার্য হয়েছে। তাই এ দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ নিরাপত্তা জোরদার করা হয়।

আরো পড়ুন:

জানা গেছে, ট্রাইব্যুনাল চত্বর ও এর আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ও পুলিশের সমন্বয়ে বহুস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ট্রাইব্যুনালের ফটকে কড়া তল্লাশি চালানো হচ্ছে। সাংবাদিক ও আইনজীবীদেরও পরিচয় যাচাই করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে।

এছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার রাত থেকেই বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালানো হয়েছে। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান ট্রাইব্যুনাল এলাকায় মোতায়েন রয়েছে। রায় ঘোষণার তারিখ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা/এমআর/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়