ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারওয়ান বাজারে ফের মোবাইল ব্যবসায়ীরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৬, ৪ জানুয়ারি ২০২৬
কারওয়ান বাজারে ফের মোবাইল ব্যবসায়ীরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। 

রবিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় কারওয়ান বাজারে অবস্থান নেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছোড়া হয় টিয়ার গ্যাস। এতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর ফলে কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারী ও গণপরিবহনের যাত্রীরা।

পুলিশ কারওয়ানবাজার এলাকায় নিরাপত্তা জোরদার করেছে, যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।ব্যবসায়ীরা বলেছেন, দাবি না মানা পযন্ত আমাদের আন্দোলন চলবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি)) ইবনে মিজান রাইজিংবিডি ডটকমকে বলেন, ব্যবসায়ীরা আন্দোলন করলে সেখানে আমাদের কোন বাধা থাকবে না। তবে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, মানুষ পড়েছে অবর্ণনীয় দুর্ভোগে। আমরা তাদেরকে রাস্তা থকে সরে যেতে বললে তারা পুলিশের দিকে তেড়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা/এমআর/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়