গুলশানে নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, আটক ৫
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর গুলশানে ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে ওই নারীকে নির্যাতনের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
রবিবার (৪ ডিসেম্বর) রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা যায়।’’
শুক্রবার ২ জানুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে গুলশানের নদ্দা এলাকার মোড়েল বাজারে মারকাজুত আলিম আল ইসলামী মাদ্রাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এবং কেউ একজন তার মাথায় পানি ঢালছে। ঘটনাটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ ধরনের নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন। অপরাধী যেই হোক, তার বিচার আইনি প্রক্রিয়ায় হওয়া জরুরি বলে তারা মনে করেন।
মো. রাকিবুল হাসান জানান, ভিডিও দেখেই পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। রাতেই পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি এবং ভুক্তভোগী নারীর পরিচয় জানা যায়নি।
ঢাকা/এমআর//