ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাবি শিক্ষার্থী আহত
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে কলোনির সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৌরি চক্রবর্তী (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৌরি চক্রবর্তী চট্টগ্রাম থেকে সুবর্ণ ট্রেনে ঢাকায় আসেন। এরপর খিলগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে শাহজাহানপুর রেলওয়ে কলোনির সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের হাঁটুর নিচে আঘাত করে। পরে তার কাছ থেকে এক হাজার টাকা ও বিশ্ববিদ্যালয়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মৌরি চক্রবর্তীর বাড়ি চট্টগ্রামের টাইগারপাস এলাকায়। বর্তমানে তিনি ঢাকার খিলগাঁও এলাকায় ভাড়া থাকেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য জানিয়ে বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/ইভা