ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্কা ফ্যাশন উইকে ‘বোল্ড লুকে’ রুনা খান

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৩২, ২২ জানুয়ারি ২০২৫
আর্কা ফ্যাশন উইকে ‘বোল্ড লুকে’ রুনা খান

রুনা খান

অভিনেত্রী ও মডেল রুনা খান ক্রমাগত নিজেকে ভেঙে নতুনভাবে দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন।  অসাধারণ ফিটনেস ধরে রাখায় বেশ কিছু দিন ধরেই এই অভিনেত্রী টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছেন। সম্প্রতি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) বাংলাদেশ প্যানারোমা বিভাগের মাধ্যমে প্রিমিয়ার হয়েছে রুনা খান অভিনীত সিনেমা ‘নীলপদ্ম’। সেই রেশ থাকতে থাকতেই শো স্টপার হয়ে আর্কা ফ্যাশন উইক মাতিয়েছেন তিনি।

ডিজাইনার তানহা শেখের স্ট্রাকচার্ড করসেট ড্রেসে নিজেকে শো স্টার্টার ও শো স্টপার হিসেবে উপস্থাপন করেছেন এই অভিনেত্রী। তান-এর 'আস্ট্রিয়া' কালেকশনের গাঢ় স্পেস ক্যাডেট ব্লু শেডের অফ দ্য শোল্ডার ডিজাইনের পোশাকে দেখা গেছে রুনা খানকে। 

এই আউটফিটটি প্রথিতযশা প্রয়াত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকর্মের অনুপ্রেরণায় এমব্রয়ডারি করা। রুনা খানকে সাজিয়েছেন ‘এলিগ্যান্ট মেকওভার বাই সামিনা সারা’।

রুনা খানের সঙ্গে ডিজাইনার তানহা শেখ

মেকআপে ন্যাচারাল লুক আর শরীরের ওপরের অংশে গ্লিটারের ব্যবহার করতে দেখা গেছে। চোখে ঘন আইল্যাশ, হেয়ারস্টাইল 'কোয়ায়েট লাক্সারি'। রুনা খানের কোরিওগ্রাফি করেছেন কোরিওগ্রাফার আজরা মাহমুদ৷

আর্কা ফ্যাশন উইকে ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ ও অনিক মজুমদার।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়