ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১০ জুলাই ২০২৫   আপডেট: ১১:৩১, ১০ জুলাই ২০২৫
বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?

ছবি: সংগৃহীত

আবহাওয়ার প্রভাব আমাদের মনের ওপর সরাসরি প্রভাব ফেলে। বৃষ্টি হলে আমাদের মন একটু বেশিই বদলে যায়। এমন দিনে অনেক খাবার আমাদেরকে শৈশবে ফিরিয়ে নেয় কিংবা নস্টালজিক করে দেয়। 

খিচুড়ি
মেঘে ঢাকা দিন কিংবা বৃষ্টিভেজা দিনে খিচুড়ি পাতে পড়লে মনটাই চনমনে হয়ে ওঠে। এর সঙ্গে যদি থাকে বেগুন ভাজা, কিংবা কোনো ভর্তা তাহলেতো কথাই নেই। মোট কথা  এই সময়ে বৃষ্টির সঙ্গে খিচুড়িটা জমে ভালো। সে হোক চালে-ডালে নরম খিচুড়ি কিংবা সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি-সবই ভালো লাগে। আর খিচুড়ির সঙ্গে যদি থাকে ইলিশ তাহলেতো বাড়তি পাওনা।

আরো পড়ুন:

চা
ঝুম বৃষ্টির দিনে এক কাপ চা, একটি প্রিয় বই আর পুরনো দিনের কোনো গানের সুর মিলেমিশে তৈরি করে দিতে সুন্দর সময়। অনেকে চায়ের সঙ্গে শিঙাড়াও খেতে পছন্দ করেন। কিংবা মুড়ি মাখা হলেও বেশি জমে যায়। শরীর চনমনে করার জন্য পান করা যেতে পারে গ্রিন টি অথবা আদা চা। চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ভালো প্রভাব ফেলতে পারে। 

নুডলস
রিমঝিম বৃষ্টিতে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকে। এমন আবহাওয়ায় ঝটপট রান্না করা যায় নুডলস। তবে বৃষ্টির দিনে ঝোল করা নুডলস বেশি ভালো লাগতে পারে। নুডলসের সঙ্গে ডিম, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা মেশালে স্বাদ যেমন বাড়ে, তেমনি ঘ্রাণটাও ছড়ায়। জিবে জল আনে সেই ঘ্রাণ। 

পপকর্ন
বৃষ্টির দিনের যাদের একটু আয়েশী সময় কাটানোর সুযোগ আছে তারা পপকর্ন পেলে নিশ্চয় খুশি হয়ে যাবেন। চায়ের সঙ্গে নাশতা হিসেবেও পপকর্ন খেতে পারেন। সিনেমা দেখতে বসে খেতে পারেন পপকর্ন। 
 
পাকোড়া
বৃষ্টিদিনে মুচমুচে পাকোড়া পেলে কিন্তু মন্দ হয় না। পাকোড়ার সঙ্গে একটু টমেটো কেচাপ বা চাটনি পেলে আরও ভালো। এর সঙ্গে যদি এক কাপ চা পাওয়া যায়,  তাহলেতো পুরাই বিন্দাস!
 
স্যুপ
কিছু উষ্নতা পেতে বৃষ্টিদিনের খেতে পারেন পুষ্টিতে ভরপুর স্যুপ। চিকেন, মাশরুম বা সবজি দিয়ে তৈরি স্যুপ বৃষ্টি আরও উপভোগ্য করে তুলতে পারে।

এনডিটিভি অবলম্বনে

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়