ক্র্যাবের নতুন কমিটিকে বিডিজেএর শুভেচ্ছা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)।
সোমবার (৫ জানুয়ারি) ক্র্যাবের নতুন কমিটিতে বরিশাল বিভাগের সন্তানদের বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) সভাপতি তরিকুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকত।
শুভেচ্ছা বার্তায় বিডিজেএর নেতারা বলেন, “বরিশালের কৃতি সন্তান ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় এম এম বাদশাহকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। নির্বাচিত কমিটি আগামীতে সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাবেন এমন প্রত্যাশা করছি। যারা বিজয়ী হতে পারেননি তারাও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাই আগামীতে ঐক্যবদ্ধ থাকাবে এই প্রত্যাশা।”
এছাড়া বিডিজেএ সদস্যদের মধ্যে এবারের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে জয়ী হয়েছেন যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর।
ঢাকা/রায়হান/এসবি