ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বৃহস্পতিবার পানি নিষ্কাশনের দায়িত্ব নিচ্ছে দুই সিটি

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৩০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৫, ৩০ ডিসেম্বর ২০২০
বৃহস্পতিবার পানি নিষ্কাশনের দায়িত্ব নিচ্ছে দুই সিটি

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার নিকট হতে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাছে  হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বুধবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্রান্ড বলরুমে সকাল ১০.৩০ মিনিটে  ঢাকা ওয়াসা এবং দুই সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আসাদ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়