ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘৪ তলার কেচি গেট বন্ধ থাকায় আগুনে পুড়েছে শ্রমিক’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৯ জুলাই ২০২১   আপডেট: ১৯:৪৬, ৯ জুলাই ২০২১
‘৪ তলার কেচি গেট বন্ধ থাকায় আগুনে পুড়েছে শ্রমিক’

অগ্নিকাণ্ডের সময় ছয়তলা ভবনের চারতলার কেচি গেটটি বন্ধ রাখায় কোনো শ্রমিকই বের হতে পারেননি বলে জানিয়েছেন বেঁচে ফেরা শ্রমিকরা।

শুক্রবার (৯ জুলাই) বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় রাসেল নামের একজন গণমাধ্যমকর্মী রাইজিংবিডিকে এ কথা জানিয়েছেন। 

রাসেল বলেন, ‘শ্রমিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ছয়তলা ভবনের চারতলার কেচি গেটটি বন্ধ ছিল।’

বেঁচে ফেরা শ্রমিকরা জানান, প্রতিদিন ৪ তলায় ৮০-৯০ জন শ্রমিক কাজ করতেন। চতুর্থ তলার শ্রমিকদের ইনচার্জ মাহবুব, সুফিয়া, তাকিয়া, আমেনা, রহিমা, রিপন, কম্পা রানী, নাজমুল, মাহমুদ, ওমরিতা, তাছলিমাসহ প্রায় ৮০-৯০ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। এদের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, নারায়ণগঞ্জ রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন শ্রমিকদের স্বজনরা। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তাদের স্বজনরা শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে কারখানার সামনে অবস্থান করছেন।

নারায়ণগঞ্জ রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে ভয়াবহ অগ্নিকাণণ্ডে ঘটনা ঘটে। রাতে তিনজন নিহতের সংবাদ মেলে। সারারাত ভবনটিতে আগুন জ্বলে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু প্রায় টানা ২১ ঘণ্টা ধরে এই ভবনের চারতলায় আগুন জ্বলছিল।

রাইজিংবিডি/মেসবাহ/এমএম

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়