Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৯ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

করোনাক্রান্ত বড় ভাই মুহিতকে দেখতে সিএমএইচে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২ আগস্ট ২০২১  
করোনাক্রান্ত বড় ভাই মুহিতকে দেখতে সিএমএইচে পররাষ্ট্রমন্ত্রী

সিএমএইচে চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

করোনাক্রান্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এখন সিএমএইচে চিকিৎসাধীন। বড় ভাই মুহিতকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১ আগস্ট) দুপুরের দিকে তিনি হাসপাতালে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বড় ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার লেখা ‘বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা প্রত্যাশা ও প্রাপ্তি’ বই দু’টি আবুল মাল আব্দুল মুহিতের হাতে তুলে দেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন।

করোনায় আক্রান্ত হয়ে সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী তার অগ্রজ সাবেক অর্থমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

ঢাকা/হাসান/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়