ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২০ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৬, ২০ নভেম্বর ২০২১
রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

বাসে হাফ পাসের দাবিতে রাজধানীর ধানমন্ডি, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বিক্ষোভ করছিলেন। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীত দিকে আড়াই শতাধিক শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে শনিবার সকাল ১০টার পর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে তারা সড়ক অবরোধ করেন।   এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ৩টি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া, একই দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

ঢাকা/মাকসুদ /ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়