ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নটর ডেম কলেজছাত্র হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৯:৪৪, ২৭ নভেম্বর ২০২১
নটর ডেম কলেজছাত্র হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছে

নটরডেম কলেজের ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মিরপুর সড়ক ও ধানমন্ডি সাতাশ নম্বর সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয় এবং দুর্ভোগে পরেন সাধারণ মানুষ। এ সময় তারা ধানমন্ডির বিভিন্ন সিগনালে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার রাইজিংবিডিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক ও সহপাঠী নিহতের বিচারের দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ এলাকায় বিক্ষোভ করছে। তবে তাদের বুঝিয়ে সরিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে।’

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া রাইজিংবিডিকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

অন্যদিকে, শিক্ষার্থীরা ধানমন্ডিতে অবস্থান নেওয়ায় ওই এলাকার সড়কে যানচলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট। যাত্রীরা পড়েছে অবর্ণনীয় দুর্ভোগে।

মাকসুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ