ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:৪১, ২৯ নভেম্বর ২০২১
জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাইল ফটো

গণপরিবহনে হাফ পাসের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করে। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো টিএসসির মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে আসে। 

বাসে হাফ পাশের দাবিতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ শুরু হয়।

স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে কয়েকশ শিক্ষার্থী জাতীয় জাদুঘরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাফ পাসের পাশাপাশি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাস, লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি করেছেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মওদুত হাওলাদার রাইজিংবিডিকে বলেন, অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা/মাকসুদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়