ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মতিঝিলে শিক্ষার্থীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১ ডিসেম্বর ২০২১  
মতিঝিলে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ সড়ক ও অন্যান্য দাবিতে রাজধানীর সড়কে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর)  মতিঝিল, শান্তিনগর, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এ কারণে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। 

বুধবার দুপুর ১২টার পর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ করতে থাকে।  দেড়টার দিকে তারা শান্তিনগর হয়ে মৌচাক, কাকরাইলসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

আরো পড়ুন:

রমনা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মাকসুদ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়