নিউ সুপার মার্কেটে আগুন: মার্কেটের ভেতর বিকট শব্দ
রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুনে থেমে থেমে বিকট শব্দ হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, এসি বিস্ফোরণে এসব শব্দ হচ্ছে।
জানা গেছে, এ অবস্থায় মার্কেটের ভেতর কোনো ব্যবসায়ীকে নিরাপত্তার স্বার্থে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই চেষ্টা করছেন তার না পোড়া মালামাল দোকানের ভেতর থেকে বের করে আনার। তবে বিস্ফোরণের শব্দের কারণে তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ছেন।
মার্কেটটিতে গেঞ্জি, ফুল ও হাফপ্যান্ট, ট্রাউজার শার্ট এবং মেয়েদের টপসহ নানা ধরনের পোশাক বিক্রি করা হতো। ঈদ উপলক্ষে অতিরিক্ত পোশাক মজুত করেছিলেন ব্যবসায়ীরা। তাই বড় ধরনের ক্ষতি এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে তারা মালামাল সরিয়ে আনার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহদন শিকদার কদার রাইজিংবিডিকে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সেখানে একে একে ২৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
/মাকসুদ/সাইফ/
- ২ বছর আগে মার্কেটগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে: ডিএমপি
- ২ বছর আগে আগুন থেকে রক্ষা পেতে দোয়া করেন ক্ষতিগ্রস্তরা
- ২ বছর আগে আগুনের ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রী
- ২ বছর আগে আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- ২ বছর আগে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮ ফাইটারসহ ১৭ জন ঢামেকে
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা-বিমান-নৌবাহিনী ও বিজিবি
- ২ বছর আগে ‘কীভাবে বাঁচব, কোথায় পাব ব্যবসার পুঁজি’
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটে আগুন: আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব মোতায়েন
- ২ বছর আগে আগুন নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছেন
- ২ বছর আগে আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট