ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

নিউ সুপার মার্কেটে আগুন: মার্কেটের ভেতর বিকট শব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৫ এপ্রিল ২০২৩   আপডেট: ০৯:২৯, ১৫ এপ্রিল ২০২৩
নিউ সুপার মার্কেটে আগুন: মার্কেটের ভেতর বিকট শব্দ

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুনে থেমে থেমে বিকট শব্দ হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, এসি বিস্ফোরণে এসব শব্দ হচ্ছে।

জানা গেছে, এ অবস্থায় মার্কেটের ভেতর কোনো ব্যবসায়ীকে নিরাপত্তার স্বার্থে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই চেষ্টা করছেন তার না পোড়া মালামাল দোকানের ভেতর থেকে বের করে আনার। তবে বিস্ফোরণের শব্দের কারণে তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ছেন।

মার্কেটটিতে গেঞ্জি, ফুল ও হাফপ্যান্ট, ট্রাউজার শার্ট এবং মেয়েদের টপসহ নানা ধরনের পোশাক বিক্রি করা হতো। ঈদ উপলক্ষে অতিরিক্ত পোশাক মজুত করেছিলেন ব্যবসায়ীরা। তাই বড় ধরনের ক্ষতি এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে তারা মালামাল সরিয়ে আনার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহদন শিকদার কদার রাইজিংবিডিকে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সেখানে একে একে ২৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। 

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়