নিউ সুপার মার্কেটে আগুন: আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব মোতায়েন
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে র্যাবের ১২টি টহল ও সাদা পোশাকে ৫টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।
শনিবার (১৫ এপ্রিল) সকালে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান এ তথ্য জানান।
তিরি আরও জানান, ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব সদস্যরা।
জানা গেছে, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবের সঙ্গে বিজিবি সদস্যরা এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
/মাকসুদ/সাইফ/
- ২ বছর আগে মার্কেটগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে: ডিএমপি
- ২ বছর আগে আগুন থেকে রক্ষা পেতে দোয়া করেন ক্ষতিগ্রস্তরা
- ২ বছর আগে আগুনের ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রী
- ২ বছর আগে আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- ২ বছর আগে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮ ফাইটারসহ ১৭ জন ঢামেকে
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা-বিমান-নৌবাহিনী ও বিজিবি
- ২ বছর আগে ‘কীভাবে বাঁচব, কোথায় পাব ব্যবসার পুঁজি’
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটে আগুন: মার্কেটের ভেতর বিকট শব্দ
- ২ বছর আগে আগুন নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছেন
- ২ বছর আগে আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে
- ২ বছর আগে নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট