ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাইতুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২২ এপ্রিল ২০২৩  
বাইতুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা ঈদুল ফিতরের দ্বিতীয় জামাতে শরীক হন এই মসজিদে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় নির্ধারিত সময়ে বায়তুল মোকাররমের দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী। দ্বিতীয় জামাতেও অসংখ্য মুসল্লি ঈদের জামাত আদায় করেন।

আরো পড়ুন:

ঈদের খুতবায় তিনি বলেন, নিয়মিত নামাজ, রোজাসহ ইসলামের আরকান সঠিকভাবে পালন করাই হচ্ছে রমজানের শিক্ষা। যেকোনো মূল্যে তা প্রতিপালন করতে হবে।

ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিরা আসা শুরু করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।  নামাজের নির্ধারিত সময়ের আগেই রাজধানীর দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি মসজিদে পৌঁছান। নামাজ, খুতবা ও মোনাজাত শেষ হওয়া মাত্রই মুসল্লিরা ভেদাভেদ ভুলে ঈদ মোবারক, ঈদ মোবারক বলেই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। ধনী, গরিব ভেদাভেদ ভুলে ছোট-বড় একে অপরকে জড়িয়ে ধরেন।

এর আগে সকাল ৭টায়  বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। 

/এএএম/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়