ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৫৩, ৭ জানুয়ারি ২০২৪
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ের ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোছলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

রোববার (৭ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নির্বাচন আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। 

আরো পড়ুন:

ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান বলেন, ‘আজ আমাদের এক প্রিজাইডিং অফিসারকে উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ মারধর ও লাঞ্ছিত করেন। পরে বিষয়টি আমাদের নজরে আসলে সংশ্লিষ্টের সঙ্গে কথা বলে এই প্রিজাইডিং অফিসার মামলাটি দায়ের করেন।’

 

ঢাকা/মামুন/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়