ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

সৌদি দূতাবাসের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৭ জানুয়ারি ২০২৪  
সৌদি দূতাবাসের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

বাংলাদেশের জনগণের জন্য ৪০০ টন কোরবানির মাংস পাঠিয়েছে সৌদি আরব। এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সারা দেশের স্থানীয় সম্প্রদায়ের কাছে বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার সৌদি দূতাবাস জানায়, সৌদি সরকার প্রদত্ত কোরবানির মাংসের একটি অংশ সিলেটের সদর উপজেলায় শত শত পরিবারকে উপকৃত করার লক্ষ্যে স্থানীয় মাদ্রাসার অধিভুক্ত বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলানের নির্দেশনা অনুযায়ী ঢাকায় সৌদি দূতাবাসের মিডিয়া অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের প্রধান আবদুল্লাহ খালেদ এ আলকাহতানি এবং জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংকের অফিসিয়াল প্রকল্প প্রতিনিধি আহমেদ আবদুলদাইম এ আলহাত্তারির তত্ত্বাবধানে বিতরণ করা হয়।

এ কার্যক্রমে তত্ত্বাবধায়ক দলে আরও ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন আখতার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এবং সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। 

/হাসান/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়