ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়নের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৭ এপ্রিল ২০২৪  
প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়নের সুপারিশ

সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১৭ এপ্রিল) দ্বাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ ভবনে মো. আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, মো. মামুনুর রশীদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. জাকির হোসেন এবং ফরিদুন্নাহার লাইলি।

বৈঠকে পরিচিতি পর্ব, কৃষি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থা/প্রতিষ্ঠানগুলোর কার্যাবলি অবহিতকরণ, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মলয় চৌধুরী (অতিরিক্ত সচিব), মহাপরিচালকগণ, প্রধান নির্বাহীগণ, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।  

এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়