ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৫ মে ২০২৪  
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

ফাইল ফটো

রাজধানীর ৩০০ ফিট সড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ বিল্লাল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার বামুটিয়া মহিচাইল গ্রামের খুরশিদ আলমের ছেলে। পরিবারের সঙ্গে মহাখালীর আমতলী এলাকায় ভাড়া বাসায় থাকত সে।

নিহতের বন্ধু রিফাত জানায়, সন্ধ্যা ৬টার দিকে ৩০০ ফিট সড়কের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিল্লাল। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা আছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়