পেশা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই: সংসদ সচিব
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান এনডিসি বলেছেন, “প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। পেশাগত উন্নয়ন ও বাস্তব জীবনভিত্তিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।”
বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও সংক্ষিপ্ত ধারণার মাধ্যমে পেশাগত জীবনের নানা প্রতিবন্ধকতা থেকে উত্তরণ সম্ভব। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রের সমস্যাগুলোর প্রায়োগিক ও সুষ্ঠু সমাধান সহজতর হয়।”
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণকে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরের মাধ্যমে আরো প্রান্তবন্ত করে তোলার পরামর্শ প্রদান করেন।
এর আগে, তিনি জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিকল্পে চাকরি সংশ্লিষ্ট বিভিন্ন আইন/বিধিমালাবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মানবসম্পদ উইংয়ের অতিরিক্ত সচিবসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কমর্চারী, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী