ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় ঈদগাহ প্রস্তুত, বৃষ্টি হলে প্রধান জামাত বায়তুল মোকাররমে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৬ জুন ২০২৫   আপডেট: ০৮:১৬, ৭ জুন ২০২৫
জাতীয় ঈদগাহ প্রস্তুত, বৃষ্টি হলে প্রধান জামাত বায়তুল মোকাররমে

জাতীয় ঈদগাহ প্রস্তুত

শনিবার (৭ জুন) দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাত আয়োজনে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপিদের জন্য নির্ধারিত ব্লকে ২৫০ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।মুসল্লিদের জন্য থাকবে অজুর ব্যবস্থা, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সেবা। নারী মুসল্লিদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান ও প্রবেশপথ।

আরো পড়ুন:

নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো ঈদগাহ এবং আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।এছাড়া স্থায়ীভাবে বসানো হয়েছে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, যেখান থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নজরদারি করা হবে।

শুক্রবার (৬ জুন) সকালে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “প্রতি বছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জায়নামাজ আনতে হবে। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান, যেন আল্লাহর কাছে দোয়া করা হয়-বৃষ্টিপাত যেন না হয়।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও জামাতস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি বলেন, “জাতীয় ঈদগাহসহ ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে একটি সমন্বিত ও নিশ্ছিদ্র পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।”

শুক্রবার (৬ জুন) সকালে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প স্থান হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়