ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবিবার থেকে ফের চলবে মেট্রোরেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৮ জুন ২০২৫   আপডেট: ০৮:৫৮, ৮ জুন ২০২৫
রবিবার থেকে ফের চলবে মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রবিবার (৮ জুন) থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে।

ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও পরদিন সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট পরপর। এ সময়সূচি অনুযায়ী কিছুটা সীমিত আকারে ট্রেন চলবে।

আরো পড়ুন:

সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুসারে। এ সংক্রান্ত তথ্য আগেভাগে যাত্রীদের জানিয়ে দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা শহরে রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকে আংশিকভাবে মেট্রোরেল চালু রাখা হচ্ছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি কার্যকর হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।
 

ঢাকা/হাসান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়