ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোসনি দালান থেকে শোকাবহ তাজিয়া মিছিল শুরু

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৩:২০, ৬ জুলাই ২০২৫
হোসনি দালান থেকে শোকাবহ তাজিয়া মিছিল শুরু

তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে কালো পাঞ্জাবি পরে, খালি পায়ে, মাথায় কালো পতাকা বেঁধে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু হয়েছে। 

রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর ৪০০ বছরের পুরোনো হোসনি দালান থেকে এ মিছিল বের হয়। কারবালার শোকাবহ ঘটনা স্মরণ করে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি কালো পোশাক পরিহিত, যা শোকের প্রতীক। তাদের হাতে ছিল প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা এবং বইলালাম। 

মিছিলের অগ্রভাগ, মধ্যবর্তী অংশ এবং শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছেন। এ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সদস্যরা পরিস্থিতির উপর নজর রাখছেন। 

তাজিয়া মিছিল যে সব রাস্তা অতিক্রম করছে, সেসব রাস্তায় সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে, যাতে নির্বিঘ্নে মিছিল সম্পন্ন হতে পারে।

১০ মহররম বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। আশুরা শব্দের অর্থ দশম। মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

ঢাকা/মাকসুদ// 

সর্বশেষ

পাঠকপ্রিয়