গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় এনসিপির নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ছয়টা) অবরোধ কর্মসূচি রাস্তার একপাশে পালন শুরু হলে যানচলাচল পুনরায় শুরু হয়।
এ সময় এনসিপি'র নেতা কর্মীরা ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও,গুঁড়িয়ে দাও’, ‘ব্লকেড-ব্লকেড, সারাবাংলায় ব্লকেড’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শাহবাগ অবরোধে এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদেরসহ এনসিপির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ১৬ জুলাই দেশব্যাপী ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফেসবুক পোস্টে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত। পরে ব্লকেড কর্মসূচি সরিয়ে নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৬ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদের উদ্ধৃতি দিয়ে এক পোস্টে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’
ঢাকা/রায়হান//