মাইলস্টোন ট্র্যাজেডি: ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর করা ৮ জনের মধ্যে ৫ জন মেয়ে শিক্ষার্থী, ২ জন ছেলে শিক্ষার্থী এবং একজন অভিভাবক। এই আট জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত মধ্যরাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে ওই আট জনের পরিচয় প্রকাশ করেছে।
যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- বাগেরহাটের ফাতেমা আক্তার (৯), বরিশালের সানিউল করিম (৯), কুষ্টিয়ার রজনী ইসলাম (৩৭), টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা (৯), ঢাকার শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) ও গাজীপুরের সায়মা আক্তার (৯)।
আইএসপিআর জানায়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৭ জন মারা গেছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। নিহত ও আহতদের বেশির ভাগ শিশু ও মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।
আহতরা রাজধানীর ৯টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও আইএসপিআর তাদের বিবৃতিতে জানিয়েছে। হাসপাতালগুলো হলো- কুয়েত মৈত্রী হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ ঢাকা, উত্তরার লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা আধুনিক হসপিটাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতাল।
ঢাকা/হাসান/ইভা