ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১৪:০১, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন দুই উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে তারা দু'জন ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। এমন পরিস্থিতিতে তাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি। এর আগে ছয় দফা দাবিতে উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। 

আরো পড়ুন:

শিক্ষার্থীদের ভাষ্য, নিহতদের সংখ্যা একশো'র বেশি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। তাই অবিলম্বে ভুক্তভোগীদের সঠিক তালিকা দেওয়ার দাবি করেন তারা। 

এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করা হয়েছে দাবি করে এ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। 

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়