পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আহলে সুন্নাতের র্যালি
পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নবনির্বাচিত মহাসচিব প্রফেসর আল্লামা ড. আব্দুল্লাহ আল মারুফ শাহ্র নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক বাংলার মোড়ে এসে শেষ হয়।
এর আগে প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভা হয়। আবু নাসের মোহাম্মদ মুসা ও এস এম তারিক হুসাইনের সঞ্চালনায় র্যালিপূর্ব সমাবেশ বক্তব্য রাখেন আহলে সুন্নাতের যুগ্ম মহাসচিব মুফতি আবুল কাশেম ফজলুল হক, মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, মাওলানা আ.ন.ম. মাসুদ হোসেন আল কাদেরী, মুফতি ড. এমাদ উদ্দীন নিজামপুরী, অধ্যাপক এম এ মোমেন, মুহাম্মদ আবদুল হাকিম, তোফায়েল আহমদ, মুফতি মুখতার রেজা মাসুমী, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন নুরী, মুফতি ইদ্রিস হুসাইন, মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
পবিত্র রবিউল আউয়াল মাসের গুরুত্ব তুলে ধরে আহলে সুন্নাত নেতারা বলেন, এই মাসে রাসূলুল্লাহর আগমনের মাধ্যমে মানবজাতি হেদায়েতের আলো পেয়েছে। তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং রাসূলাদর্শ অনুসরণেই একমাত্র মুক্তির পথ বলে মন্তব্য করেন।
র্যালিতে আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা মুখরিত হয়ে ওঠে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি