ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা থাকলে তা ইনফরমাল: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪৫, ২৮ আগস্ট ২০২৫
মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা থাকলে তা ইনফরমাল: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকার অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে সেটা ইনফরমাল (অআনুষ্ঠা‌নিক)। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।

বৃহস্প‌তিবার (২৮ আগস্ট) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে উপদেষ্টা এসব কথা ব‌লেন।

মা‌র্কিন দূতাবা‌সে হামলার আশঙ্কার কথা আস‌ছে। এ বিষ‌য়ে বাংলাদেশ সরকার কী ব‌্যবস্থা নি‌চ্ছে এবং মা‌র্কি‌নি‌দের তরফ থে‌কে কিছু জানা‌নো হ‌য়ে‌ছে কিনা, জান‌তে চাওয়া হয় উপ‌দেষ্টার কা‌ছে।

জবা‌বে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, “আমি এটুকু আপনা‌দের বল‌তে পা‌রি, য‌দি কো‌নো হামলার প‌রিকল্পনা হ‌য়ে থা‌কে তাহ‌লে সেটা ইনফরমাল এবং সেটা আমার কা‌ছে না। নিরাপত্তা সংক্রান্ত হ‌য়ে থাক‌লে তাহ‌লে স্বরাষ্ট্র বল‌তে পার‌বে।”

সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল।

ঢাকা/হাসান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়