ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

ঢাকার সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চার দফা দাবিতে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ করছেন বলে খবর পাওয়া গেছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয় আশপাশ এলাকাতেও। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, “আমরা আমাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সরকারকে বলবো এই সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা নাহলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বড় ধরনের সমস্যা হতে পারে। তখন এর দায় কিন্তু সরকারকে নিতে হবে।”

যে দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সেগুলো হলো—

১. প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়