ঢাকার পৃথক সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
ঢাকার পোস্তগোলা ও বিমানবন্দর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং এক তরুণী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ও রাতে দুটি দুর্ঘটনা ঘটে।
পোস্তগোলায় ট্রাকচাপায় শাকিব হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই সাবু হোসেন জানান, শাকিবের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহনবাড়িয়া গ্রামে। তার বাবা মজিবর রহমান বর্তমানে ফতুল্লার রসুলপুর এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছেন।
সাবু হোসেন বলেন, শাকিবের স্ত্রী হালিমা বেগম ১০–১৫ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেদিন তার ঢাকায় ফেরার কথা ছিল। স্ত্রীকে আনতে শাকিব পাগলা থেকে সদরঘাট যাচ্ছিলেন। পথিমধ্যে পোস্তগোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে কদমতলী থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে কদমতলী থানা পুলিশ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, ঢাকার বিমানবন্দর গোলচত্বর মসজিদের সামনে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় লামিয়া আক্তার (১৬) নামে এক তরুণী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের বাবা আব্দুল জলিল জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার গুসিঙ্গা গ্রামে।
তিনি বলেন, “রাতে আমি মেয়েকে নিয়ে বিমানবন্দর গোলচত্বর সংলগ্ন মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ রাইদা পরিবহনের একটি বেপরোয়া বাস আমার মেয়েকে চাপা দিলে তার বাম পা পিষ্ট হয়। আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, “লামিয়ার অবস্থা আশঙ্কাজনক, তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।”
তিনি জানান, দুর্ঘটনায় জড়িত রাইদা পরিবহনের বাসটি জব্দ এবং চালককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
ঢাকা/বুলবুল/ইভা