ভোটের আগে-পরে ১০ দিন সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে ও পরে মোট ১০ দিন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক করেন সংগঠনের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে এ তথ্য জানান।
তিনি বলেন, “আসন্ন নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি প্রস্তাব দেওয়া হয়েছে। সিইসি আশ্বস্ত করেছেন, সবাই যেন নিরাপদে ভোট দিতে গিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন- সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পলাশ কান্তি দে আরো বলেন, “প্রতি নির্বাচনে রাজনৈতিক সহিংসতার শিকার হন সংখ্যালঘুরা। অনেক সময় তাদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তিতে হামলার ঘটনা ঘটে। তাই ভোটের সময় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট বা ভয়ভীতি প্রদর্শন যেন না হয়- সে বিষয়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে।”
তিনি জানান, এখনও বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ঢাকা/এএএম/এস