ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ১৬ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:১৩, ৮ নভেম্বর ২০২৫
নতুন ১৬ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ নভেম্বর) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কেউ চাইলে এই সংস্থাগুলোর বিষয়ে লিখিতভাবে আপত্তি বা অভিযোগ দাখিল করতে পারবেন।

আরো পড়ুন:

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিত আপত্তি জমা দিতে হবে। আপত্তির সঙ্গে অবশ্যই প্রমাণাদি এবং আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় কপি (সেট) দাখিল করতে হবে।

আপত্তি গ্রহণের পর শুনানি শেষে ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, যা কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত বলে গণ্য হবে। গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য নির্বাচিত ১৬ সংস্থা হলো:
১. এসো জাতি গড়ি (এজাগ)
২. নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও)
৩. ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)
৪. হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন
৫. কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি
৬. দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস)
৭. রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো)
৮. রাসটিক
৯. বাঁচতে শেখা
১০. পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)
১১. ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন
১২. মানব উন্নয়ন কেন্দ্র (মউক)
১৩. বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)
১৪. যুব একাডেমি
১৫. শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)
১৬. উইমেন এন্টারপ্রিনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন স্থানীয় ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয়। তবে, প্রাথমিক যাচাইয়ের পর আপত্তি ওঠায় সাতটি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি।

ইসি সূত্র জানিয়েছে, নতুন ১৬ সংস্থার বিষয়ে জনমত ও আপত্তি যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়