ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৪ টাকায় ধান, ৫০ টাকায় চাল কিনবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৭, ৯ নভেম্বর ২০২৫
৩৪ টাকায় ধান, ৫০ টাকায় চাল কিনবে সরকার

আগামী ৩০ নভেম্বর থেকে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু করবে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল ৫০ টাকা দরে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে নির্ধারিত সময়সীমা পর্যন্ত। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও মিল মালিকদের কাছ থেকে চাল কেনা হবে।

সভা শেষে একাধিক কর্মকর্তা জানান, সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা।

গত বছর আমন মৌসুমে ধানের সরকারি সংগ্রহমূল্য ছিল প্রতি কেজি ধান ৩২ টাকা, আতপ চাল ৪৬ টাকা ও সিদ্ধ চাল ৪৭ টাকা। তুলনামূলকভাবে এবার ধান ও চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ধান সংগ্রহের পরিমাণ ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়