ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে: খাদ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৭, ৯ নভেম্বর ২০২৫
আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমন মৌসুমে ধানের উৎপাদন ব্যয় বোরো মৌসুমের তুলনায় তুলনামূলকভাবে কম। কারণ এ সময় পর্যাপ্ত বৃষ্টিপাত থাকায় সেচের খরচ কমে যায়, অনেক সময় সেচের প্রয়োজনই পড়ে না। তারপরও কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার এ বছর আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহমূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি করেছে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আসন্ন আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্য উপদেষ্টা এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং এফপিএমসি’র সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, সরকার আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা। গত বছরের তুলনায় এবারের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে সভায় জানানো হয়।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়