ব্যানার ফেস্টুন সরাতে নির্দেশ দিলো ডিএসসিসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নগরজুড়ে অনুমতি ছাড়া লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিভিন্ন সাইনবোর্ড অপসারণে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো করপোরেশনের অনুমতি ছাড়াই ডিএসসিসি এলাকার বিভিন্ন স্থানে বিজ্ঞাপন, পোস্টার, নির্বাচনি প্রচারপত্র ও সাইনবোর্ড টানিয়েছে, যা ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২’র পরিপন্থি।
পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়তে এসব অনুমতিবিহীন ব্যানার, পোস্টার নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা/এএএম//