ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

বিএনপি নেতা দুলু হাসপাতালে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২৬ মে ২০২৪  
বিএনপি নেতা দুলু হাসপাতালে ভর্তি

ফাইল ফটো

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ মে) দুলুর ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে বাসায় হার্ট অ্যাটাক করলে তাৎক্ষণিক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

দুলুর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

এমএ/ইমন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়