ঈদে মিলাদুন্নবীর গাড়ি বহরে হামলা পূর্বপরিকল্পিত: ইসলামী ফ্রন্ট
পবিত্র জশনে জুলুস শেষে হাটহাজারীতে আশেকে রাসুলদের গাড়িবহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
রবিবার (৭ সেপ্টেম্বর) ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনক্ষণ আসলে ইসলামের নামধারী উগ্রবাদী গোষ্ঠী মিলাদুন্নবী ও জশনে জুলসের বিরোধিতা করে। চিহ্নিত এই মহল আগে জুলুসের বিরুদ্ধে হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় জুলুস শেষে ফেরার পথে হাটহাজারীতে এই উগ্রবাদী গোষ্ঠী জুলুসের গাড়িতে হামলা করে। ভাঙচুর করে সুন্নীজনতাকে আহত করেছে। তাদের এই হামলা পরিকল্পিত।”
বিবৃতিতে তারা বলেন, “পূর্বপরিকল্পিতভাবে হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থীরা ইট, রড, লাঠি নিয়ে জুলুসের গাড়িতে হামলা করার অসংখ্য ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। গত বছরেও জশনে জলুসের গাড়িতে হাটহাজারী মাদ্রাসা থেকে হামলা করা হয়। তাই জনৈক আরিয়ানের অঙ্গ-ভঙ্গি বা ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে উক্ত ঘটনা ঘটেছে বলা একটি অপপ্রচার মাত্র।”
“শুধু তাই নয়, কওমি ঘরনার বক্তারা জশনে জুলুসে হামলার জন্য বিগত কয়েক দিন ধরে ঘোষণা দিয়ে আসছে, বি-বাড়িয়াতে লাঠি মিছিলও করে। তাই আমরা মনে করি এটি একটি পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি করছি।”
নেতারা বলেন, “যারা দেশজুড়ে তৌহিদি জনতার নামে ত্রাস ও মবের রাজত্ব কায়েম করেছে তাদের দমানো না গেলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। সরকার তাদের দমন না করলে সুন্নীজনতা প্রতিরোধ গড়ে তুলবে। আর এজন্য কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকে দায় নিতে হবে।”
ঢাকা/নঈমুদ্দীন/এসবি