ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্টকে প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:১৪, ৮ নভেম্বর ২০২৫
বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্টকে প্রত্যাহার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক মিরপুর বিভাগে কর্মরত সাজেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর) গৌতম কুমার বিশ্বাস রাইজিংবিডি ডটকমকে বলেন, “ওই সার্জেন্টের ডিউটি ছিল মিরপুর এলাকায়। তিনি এলাকার দায়িত্ব ছেড়ে তেজগাঁও এলাকায় যান। যা দায়িত্বে অবহেলার শামিল। এ কারণেই তাকে প্রত্যাহার  করা হয়েছে।”

এদিকে, প্রশাসনিক কারণে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার মিরপুরে রাজনৈতিক কর্মসূচি শেষ করে গাড়ি উঠছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গাড়িতে ওঠার সময় তার সামনে ঝুঁকে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়