ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়াকে দিয়ে কখনো দেশবিরোধী সম্মতি আদায় করা যায়নি: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৬ জানুয়ারি ২০২৬  
খালেদা জিয়াকে দিয়ে কখনো দেশবিরোধী সম্মতি আদায় করা যায়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‍“একজন বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।”

তিনি দাবি করেন, দেশবিরোধী কোনো প্রকল্প বাস্তবায়নে খালেদা জিয়াকে দিয়ে কখনোই সম্মতি আদায় করা যায়নি।

আরো পড়ুন:

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার যে পরিকল্পনা ছিল, তা খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদের সময়ে সেই প্রকল্প বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। 

তিনি অভিযোগ করেন, এ ধরনের দেশবিরোধী প্রকল্পে সম্মতি না দেওয়ার কারণেই বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং চিকিৎসা থেকে বঞ্চিত রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশে এখনো গ্যাস ও কয়লার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রয়েছে জানিয়ে রিজভী বলেন, এসব সম্পদ কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের আয়োজনে এই আলোকচিত্র প্রদর্শনীটি চলবে আরো দুই দিন।

সংগঠনের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, দৈনিক করোতোয়া সম্পাদক হেলালুজ্জামান লালু উপস্থিত ছিলেন।

ঢাকা/আলী/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়