ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আগেই জিতে গিয়েছিল বুরুন্ডি!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগেই জিতে গিয়েছিল বুরুন্ডি!

প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল মধ্য আফ্রিকার দেশ বুরুন্ডি। দুর্দান্ত ফুটবল শৈলী উপহার দিয়ে প্রথমবার অংশ নিয়েই পৌঁছে যায় ফাইনালে।

গ্রুপ পর্ব ও সেমিফাইনালে তারা দাপট দেখিয়েছে। তিন ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল ১০ বার! তাদের ফরোয়ার্ড শিমিরিমানা জসপিন তিন ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ৭ গোল করেছিলেন। তার পারফরম্যান্সে ভর করে রীতিমতো উড়ছিল বুরুন্ডি। বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পর তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। তাদের আক্রমণভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেওয়া সবগুলোর দলের চেয়ে ভালো ছিল। সেই আত্মতুষ্টি আর আত্মবিশ্বাসই তাদের কাল হয়েছে। সেটাকে প্রলম্বিত করেছে তাদের রক্ষণভাগের দুর্বলতা।

তবে ম্যাচ শেষে তাদের ম্যানেজার কন্সটাটিন মুতিমা জানিয়েছেন তাদের খেলোয়াড়রা ধরেই নিয়েছিল তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। ড্রেসিং রুমে তাদের পরিবেশ তেমনই ছিল ম্যাচ শুরুর আগে। তারা ফিলিস্তিনকে হালকাভাবে নিয়েছিল, ‘আমরা আমাদের প্রত্যাশামাফিক খেলতে পারিনি। রক্ষণভাগে সমস্যা ছিল। আজ ফিনিশিংয়েও সমস্যা ছিল। আসলে আমাদের ছেলেরা ফিলিস্তিনকে হালকাভাবে নিয়েছিল। তারা ভেবেই নিয়েছিল যে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। ড্রেসিংরুমে এমনই একটা পরিবেশ ছিল। কিন্তু দিনশেষে আমাদের হতাশ হতে হল।’

অবশ্য রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি, ‘রেফারিংয়ে কিছুটা সমস্যা ছিল। তাছাড়া আমাদের ছেলেরা এতো দর্শকের সামনে এবারই প্রথম ফাইনাল খেলেছে। তারা কিছুটা ক্লান্তও ছিল। পরেরবার আমরা আরো শক্তিশালী দল নিয়ে আসব।’

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়