ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্ববাসীকে রোনালদো, মেসির বার্তা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ববাসীকে রোনালদো, মেসির বার্তা

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন সময়ের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। পরিস্থিতি মোকাবেলায় দু’জনই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিয়েছেন ধন্যবাদ।

লিওনেল মেসি লিখেছেন, ‘আমাদের প্রত্যেকের জন্যই এই সময়টা বেশ কঠিন। বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। অনেকেই তার নিজের বা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। সেই অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।’

চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে মেসি লিখেছেন, ‘সারা বিশ্বের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালগুলিতে যে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা লড়াই করে সংক্রমণ থেকে মানুষকে বাঁচাচ্ছেন, তাঁদের অভিনন্দন জানাচ্ছি।’

পরিবার নিয়ে স্পেনে আছেন মেসি। লা লিগা বন্ধ হওয়ার পর থেকে সব কাজ করছেন ঘরে বসেই। পর্তুগালে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার শহর মাদেইরাতে পরিবারকে নিয়ে গৃহবন্দি। নিজ উদ্যোগে রোনালদো এখনও রয়েছেন কোয়ারেন্টাইনে।

চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে রোনালদো লিখেছেন, ‘বিশ্ব এই মুহূর্তে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবাইকে এগিয়ে এসে আক্রান্তদের সেবা-যত্ন করে সুস্থ করে তুলতে হবে। একজন ফুটবলার হিসেবে এ কথা বলছি না। বরং বর্তমান পরিস্থিতি দেখে এই বক্তব্য রাখছি, একজন বাবা, ছেলে বা সাধারণ মানুষ হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরামর্শ দিয়েছে তা মেনে চলতে হবে। সবার উপরে মানুষের জীবন। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের জন্য সমবেদনা। ধন্যবাদ চিকিৎসকদের। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদেরও।’

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়