ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ধোনি আইপিএলে খেললেও, জাতীয় দলে আর খেলবে না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ধোনি আইপিএলে খেললেও, জাতীয় দলে আর খেলবে না’

ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে কী আর আকাশি নীল জার্সিতে দেখা যাবে? বিশ্বকাপের পর থেকে এই প্রশ্ন ক্রিকেটমহলে সবচেয়ে বেশি চর্চিত। ভারতীয় ক্রিকেট দলের সাবেজ খেলোয়াড় থেকে শুরু করে ধোনির সতীর্থরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। ধোনির শৈশবের কোচ কেশব ব্যানার্জী তো বলেই বসেছেন, সামনের বছরের বিশ্বকাপও খেলবে ধোনি। তবে স্বয়ং ধোনি চুপ থাকায় সদুত্তর মিলেনি একবারও।

এবার ধোনির অবসর নিয়ে মুখ খুললেন তাঁর জাতীয় দল ও আইপিএলে চেন্নাই সুপার কিংসের সতীর্থ হরভাজন সিং। রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে ধোনির অবসর বিষয়ে কথা বলেন ভাজ্জি। সেখানে ডানহাতি এই অফস্পিনার জানান, আইপিএলে ধোনিকে আবার দেখা গেলেও জাতীয় দলের জার্সি আর গায়ে উঠাবেন না তিনি। তবে দিনশেষে সিদ্ধান্ত সব ধোনির কাছেই বলে মনে করেন ৪০ বছর বয়সী হরভাজন।

রোহিত তাঁর লাইভে ধোনি প্রসঙ্গ টেনে বলেন, ‘গত বছরের জুলাইয়ে বিশ্বকাপে আমাদের শেষ ম্যাচের (নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল) পর থেকে আমরা ধোনির সিদ্ধান্ত সম্পর্কে কোনো তথ্যই জানতে পারিনি। আমাদের কোনো ধারণাই নেই। আপনার (ভাজ্জির) কী কোনো ধারণা আছে?’

তখন এর উত্তরে হরভাজন বলেন, ‘আমি চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে ছিলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করছিলো, ধোনি কী আবার জাতীয় দলের হয়ে খেলবে? সে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত হবে?’

‘তখন আমি বলেছি, এই বিষয়ে কিছুই বলতে পারবো না আমি, এটা সম্পূর্ণ তাঁর উপর নির্ভর করছে। সে খেলবে কী খেলবে না, এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তবে ধোনি আইপিএলে খেলবে জানিয়ে ভাজ্জি আরও যোগ করেন, ‘আমি শতভাগ নিশ্চিত সে আবার আইপিএল খেলবে। কিন্তু জাতীয় দলের জার্সিতে তাকে কী আর দেখা যাবে? এটা আমাদের জানতে হবে। সে নিজের কাছে কী অনুভব করছে?’

তবে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যাবে না জানিয়ে ভাজ্জি বলেন, ‘আমি ধোনিকে যতটা চিনি। তাতে আমার মনে হয়, সে জাতীয় দলের জার্সি আর গায়ে তুলবে না। আমার মনে হয়, যদি কেউ তাকে এখন জাতীয় দলের কথা জিজ্ঞেস করে, তবে প্রথমে তাঁর মনের মধ্যে কাজ করবে, বিশ্বকাপের সেই সেমিফাইনাল ম্যাচটা। যেটা ছিল তাঁর সর্বশেষ ম্যাচ।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়