ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আফিদ্রির করোনাজয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আফিদ্রির করোনাজয়

সুখবর দিলেন ‘বুম বুম’ খ‌্যাত শহীদ খান আফ্রিদি। বৃহস্পতিবার নিজের করোনা জয়ের খবর শুনিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। গত ১৩ জুন নিজের করোনা ধরা পড়ার খবর জানিয়েছিলেন আফ্রিদি। ভক্ত, সমর্থকসহ সবারথেকে দোয়া চেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার টুইট করে জানালেন, করোনা যুদ্ধে বিজয়ের পতাকা উড়িয়েছেন তিনি। শুধু তিনিই নন, পরিবারের অন‌্যদের যাদের করোনা হয়েছিল তারাও এখন মুক্ত। পঞ্চম কন্যাকে কোলে নিয়ে টুইট করে আফ্রিদি লিখেছেন,‘আলহামদুলিল্লাহ, আমাদের কোভিড-১৯ পজিটিভ আসার পর আমরা হোম কোয়ারেন্টাইনেছিলাম। দ্বিতীয় দফার পরীক্ষায় আমি, আমার স্ত্রী এবং দুই কন‌্যা আকসা ও আনাসার করোনা নেগেটিভ এসেছি। এখন আমরা মুক্ত। আমাদের জন‌্য প্রার্থণা করার জন‌্য ধন‌্যবাদ। সর্বশক্তিমান আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এখন পরিবারকে সময় দেওয়ার সেরা সময়।’

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দুস্থ মানুষের পাশে থাকতে ঝাঁপিয়ে পড়েছিলেন আফ্রিদি। নিজের গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশনথেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। প্রায় ১৭ লাখ টাকা দিয়ে নিলাম থেকে মুশফিকের ব‌্যাটও কিনেছিলেন নিজের ফাউন্ডেশনের নামে। 

পাকিস্তানের হয়ে ৫২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিদি ব্যাট হাতে ১১ হাজার রান করার পাশাপাশি ৫৪১ উইকেট সংগ্রহ করেছেন। ১৯৯৬ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করে প্রথম আলোড়ন তোলেন আফ্রিদি। এছাড়াও পাকিস্তানের অসংখ্য জয়ের নায়ক আফ্রিদি দলকে নেতৃত্বও দিয়েছেন।

২০১১ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। সেবার বল হাতে ২১ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও ২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।সেবার ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জেতেন ‘বুম ‍বুম’ খ‌্যাত আফ্রিদি।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়