ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

অস্ট্রেলিয়া সফরে নেই ম্যাথুস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া সফরে নেই ম্যাথুস

অ্যাঞ্জেলো ম্যাথুস

ক্রীড়া ডেস্ক : হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

রোববার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাথুসের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরে লঙ্কান দলকে কে নেতৃত্ব দেবেন, সেটা জানা যাবে মঙ্গলবার নির্বাচকরা দল ঘোষণার সময়।

জোহানেসবার্গে গত ২২ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ম্যাথুস। শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন দিনেশ চান্দিমাল। আর চলমান ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন উপুল থারাঙ্গা।

অস্ট্রেলিয়া সফরে ম্যাথুসের অনুপস্থিতিতে কার কাঁধে নেতৃত্ব দেওয়া হবে, এ নিয়ে এখন কিছুটা উভয়সঙ্কটে শ্রীলঙ্কার নির্বাচকরা। কারণ, চান্দিমাল ও থারাঙ্গার সাম্প্রতিক যা ফর্ম তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তাদের জায়গা পাওয়াই কঠিন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে চান্দিমালের রান ৬*, ২২ ও ৫। শুধুমাত্র শেষ ম্যাচ খেলে থারাঙ্গা করেন ১১ বলে ২০। গত ডিসেম্বরে প্রস্তুতি ম্যাচের পর দুই ব্যাটসম্যানের কারোরই কোনো ফরম্যাটে ফিফটি নেই।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, ‘মঙ্গলবারের সভায় তিন ম্যাচের স্কোয়াড ও অধিনায়ক ঠিক করা হবে। ১৩ ফেব্রুয়ারি দল ক্যানবেরা পৌঁছাবে।’

আগামী ১৭, ১৯ ও ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার তিনটি টি-টোয়েন্টি হবে মেলবোর্ন, জিলং, ও অ্যাডিলেডে। এর আগে ১৫ ফেব্রুয়ারি ক্যানবেরায় একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে শ্রীলঙ্কা।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়