ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

১৩৬ রানের ইনিংস খেললেন লিটন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৩৬ রানের ইনিংস খেললেন লিটন

ক্রীড়া প্রতিবেদক : চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস। সেদিন (৮ মে) ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। আজ বুধবার বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবারো ব্যাট হাতে ঝড় তোলেন লিটন কুমার। তুলে নেন চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার চতুর্থ সেঞ্চুরি।

আজ অবশ্য ১৩৬ রানেই সাজঘরে ফিরেছেন তিনি। ১০১ বলে ২০টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন লিটন কুমার। উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাকে নিয়ে ২০৭ রান তোলেন লিটন। সাদমান ইসলাম ৮৩ বলে ৮৫ রান করে আউট হয়েছেন। তার ইনিংসে ৭টি চারের পাশাপাশি ৫টি ছক্কার মার ছিল।

৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিতে ৪৪২ রান নিয়ে মাঠে নামেন লিটন। আজ তুলে নিয়েছেন আরো একটি সেঞ্চুরি (১৩৬)। এর মধ্য দিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিমন ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় নিজের নামটি শীর্ষস্থানে আর একটু মজবুত করলেন। ৯ ম্যাচে এখন তার মোট রান ৫৭৮ রান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়