ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

তোরিনোর মাঠে জুভেন্টাসের কষ্টের জয়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তোরিনোর মাঠে জুভেন্টাসের কষ্টের জয়

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে জুভেন্টাসকে ২-২ গোলে রুখে দিয়েছিল ইংলিশ লিগের ক্লাব টটেনহাম হটস্পার। ইতালিয়ান সিরি’আর ম্যাচে এবার জয়ে ফিরেছে জুভিরা।

তবে প্রতিপক্ষের মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে জুভেন্টাসকে। এস্তাদিও অলিম্পিকো গ্র্যান্ড তোরিনোতে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে জুভেন্টাস।

রোববার প্রতিপক্ষের মাঠে জুভেন্টাসের হয়ে ম্যাচের ৩৩ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন আলেক্স সান্দ্রো। গোলপোস্টের খুব কাছে ফেদেরিকো বের্নারদেস্কির ক্রস পেয়ে ডান পায়ের শটে জালে বল জড়ান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি কোনো দলই। ফলে আলেক্স সান্দ্রোর প্রথমার্ধে পাওয়া একমাত্র গোলে লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

লিগ ম্যাচে এ জয়ে  ২৫ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাসের পয়েন্ট হলো ৬৫। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নাপোলি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়