ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় ফুটবল দলে ১৩ জনের চারজনই করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাতীয় ফুটবল দলে ১৩ জনের চারজনই করোনায় আক্রান্ত

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের জন্য অনুশীলন শুরুর আগে বেশ বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বুধবার) পর্যন্ত ১৩ জন ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষার মধ্যে ৪ জনের ফলই এসেছে পজিটিভ।

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের জন্য ৩৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাফুফে। যারা গাজীপুরের সারাহ রিসোর্টে আবাসিক ক্যাম্পে অবস্থান করবেন। ক্যাম্পে আসার আগে সবাইকে ব্যক্তিগত উদ্যোগে করোনা টেস্ট করতে বলা হয়েছিল। সেখানে জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের করোনা ধরা পড়েছিল। এই ডিফেন্ডার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাসায় চিকিৎসা নেওয়ায় ক্যাম্পে প্রথমদিন যোগ দেননি তিনি।

প্রথম দিন ক্যাম্পে আসেন ১২ ফুটবলার। যাদের বাফুফের পক্ষ থেকে করোনা টেস্ট করা হয়। আর প্রথমদিনের করোনা টেস্ট শেষে ১২ জনের মধ্যে ৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। তারা হলেন, পুলিশ এফসির এমএস বাবলু ও নাজমুল ইসলাম রাসেল এবং উত্তরা বারিধারার সুমন রেজা।
ফলে ক্যাম্পে প্রথম দফায় মাত্র ৯ জন ফুটবলার যোগ দিতে পারবেন। এদিকে ১২ জন খেলোয়াড় বাদেও কোচ ও স্টাফসহ আরও ৮ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রথমদিনে। তারা সবাই উতরে গেছেন। ফলে করোনা আক্রান্ত খেলোয়াড়দের বাদ দিয়ে ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার বাকি ৯ ফুটবলারকে নিয়ে আবাসিক ক্যাম্পে অবস্থান নিবেন।

এদিকে প্রথমদিনের ফলের পরই শঙ্কায় পড়ে গেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। তিনি মনে করছেন সংখ্যাটা সামনে বাড়তেও পারে। তিনি বলেন, ‘শুরুটা তো একেবারেই ভালো হলো না। বাংলাদেশে করোনা সংক্রমণের হার এমনিতেই বেশি, এমন কিছু হতেই পারত। আমার আশঙ্কা হলো কাল হয়ত এই সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, কাল স্কোয়াডে থাকা বাকি খেলোয়াড়দের করোনা টেস্ট করানোর কথা রয়েছে বাফুফের। তবে এদের মধ্যে অধিনায়ক জামাল ভূঁইয়া, তারিক জামালসহ বসুন্ধরা কিংসের আতিকুর রহমান ফাহাদ, মতিন মিয়া ও মাসুক মিয়া জনি আপাতত যোগ দিচ্ছেন না ক্যাম্পে।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়